First reunion of Govt. B.M. College arranged by AADM

সকলকে স্ব-স্ব ব্যাচের যুগ্ম-আহবায়ক তথা রিইউনিয়ন কমিটি হতে রিইউনিয়ন এর রেজিস্ট্রেশন ফরম গ্রহনের আহ্বান জাননো হচ্ছে।

 

•১৯৯০-৯১ সেশন হতে ২০১৯-২০ সেশন পর্যন্ত প্রাক্তন এবং বর্তমান সকল শিক্ষার্থীগণ অংশগ্রহন করতে পারবে।

• অতিথি হিসেবে শুধুমাত্র স্বামী/স্ত্রী এবং সন্তানদের অংশগ্রহন গ্রহনযোগ্য।

•নির্দিষ্ট ফরম পূরণের মাধ্যমে অংশগ্রহন নিশ্চিতকরনের সময়সীমা ১০ জানুয়ারি পর্যন্ত।

• ১৯৯০-৯১ হতে ২০০৭-০৮ সেশন  ১৫০০ টাকা (মাত্র)

• ২০০৮-০৯ হতে ২০১১-১২ সেশন  ৮০০ টাকা (মাত্র)

• ২০১২-১৩ হতে ২০১৯-২০ সেশন  ৫০০ টাকা (মাত্র)

• অতিথি (স্বামী/স্ত্রী এবং সন্তান)      ৬০০ টাকা (মাত্র)

   

যেকোনো তথ্যের জন্য আমাদের ফেসবুক পেইজে মেসেজ দিন, অথবা প্রদত্ত নাম্বারে যোগাযোগ করুন।

মোঃ হাফিজুর রহমান খান (মাসুদ পারভেজ) -আহবায়ক, রি-ইউনিয়ন বাস্তবায়ন কমিটি- ০১৭৯৭-৪৭৭২৮৩,

সুজন চন্দ্র ঘরামী - সদস্য সচিব, রি-ইউনিয়ন বাস্তবায়ন কমিটি- ০১৭৩৮১২৪৫০০,

উল্লেখ্য যে, বিভাগীয় প্রধান মো: ওমর ফারুক স্যার নিজেই সবকিছু মনিটরিং করছেন।

Author
Student

Joyanta Biswas

Student